মদের দোকান খোলার তীব্র বিরোধিতা করলেন প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী

35

রাজ্য গুলির রাজস্ব দরকার এটা ঠিক,কিন্তু মদের দোকান খুলে যাওয়ায় সামাজিক সমস্যা বাড়বে | ঘরে ঘরে হিংসা বাড়বে |
5 মে টুইটারে এই ভাবেই মদের দোকান খোলার সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী আরও বলেন, মদের দোকান খোলার এই সিদ্ধান্তে বড়ো মূল্য চোকাতে হতে পারে |অর্থনৈতিক বাধ্যবাধকতাতে যদি মদের দোকান খুলতে হয়, তাহলে লক ডাউনের দরকার কি?
সব কিছু খুলে দেওয়া হোক |
তিনি বলেন, এর ফলে করোনা সংক্ৰমণও বাড়বে |
এদিকে দেখা যাচ্ছে, মদের দোকান খোলার পরেই গত দু দিনে করোনা আক্রান্তের সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 + nineteen =