মদের দোকান খোলায় ক্ষোভ রাজ্য জুড়ে

44
  1. লক ডাউনের 40 তম দিনে এই রাজ্যে মদের দোকান খুলে দেওয়ার সরকারি সিদ্ধান্তে রাজ্য জুড়ে চরম অসন্তোষ লক্ষ্য করা   যাচ্ছে | রেশন দোকান থেকে পাওয়া বস্তা বস্তা চাল বিক্রি করে মদ কিনছে বাড়ির পুরুষেরা, অভিযোগ করছেন গরীব ঘরের মহিলারা | তাঁরা বলছেন, কাজ নেই, বাড়িতে বসে সারা দিন মদ গিললে এরপর তো ঘটিবাটি বেচা শুরু করবে | রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা বলছেন, লক ডাউনের মধ্যে মদের কালোবাজারি চলায় মদ প্রায় ছেড়েই দিয়েছিল বাড়ির পুরুষেরা |  তারপর ছিল পুলিশের ভয় | এখন পুলিশের পাহারাতেই বুক ফুলিয়ে মদ কিনছে বাড়ির পুরুষেরা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × four =