মাছ – মাংস বিলোচ্ছে কাঁচরাপাড়া সিপিএম, দল কী ঘুরে দাঁড়াচ্ছে?

1726

“কেউ খাবে, কেউ খাবে না /তা হবে না – তা হবে না ” — স্লোগান তুলে আজ বিজপুর থানার অধীন কাঁচরাপাড়ার সার্কাস ময়দানে সকাল ৯ টা থেকে ১০ টা পর্যন্ত সিপিএম কাঁচরাপাড়া এরিয়া কমিটির ১৮ নং শাখার উদ্যোগে মোট ১৩৫ টি পরিবারের হাত বিনামূল্যে মাছ ও সবজি বাজার তুলে দেওয়া হয় |
নিত্য প্রয়োজনীয় মাছ ও সবজি বাজার:-
১) আলু ৫০০ গ্রাম
২) পেঁয়াজ ৩০০ গ্রাম
৩) কাঁচকলা ২ পিস
৪) পটল ৫০০ গ্রাম
৫) পুঁই শাক ৩০০ গ্রাম
৬) বাঁধাকপি ১ কেজি (১ পিস)
৭) টমেটো ৩০০ গ্রাম
৮) ঝিঙে ৩০০ গ্রাম
৯) লেবু ১ পিস
১০) লঙ্কা ১০০ গ্রাম
১১) কুমড়ো ৫০০ গ্রাম
১২) ঢেঁরশ ৩০০ গ্রাম
১৩) রুই মাছ ৪০০ গ্রাম
প্রসঙ্গত, গত 12 জুন কাঁচরাপাড়ার সিপিএম প্রভাবিত ” প্রবাহ ” সংস্থা প্রয়াত জননেতা বাবলু রক্ষিতের মৃত্যু – বার্ষিকীতে মহার্ঘ মুরগির মাংস, চাউমিন, সর্ষের তেল – সহ নানান সামগ্রী 650 মানুষের হাতে তুলে দিয়েছিল |
ইদানিংকালে, শাসক তৃণমূলের পক্ষে এইভাবে মাছ – মাংস বিলোনোর কোন নজির নেই |
তা হলে কী বলতে হবে, কাঁচরাপাড়া সিপিএম ঘুরে দাঁড়াচ্ছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × three =