মামুদপুর কিষাণ মান্ডিতে গড়ে উঠল কোয়রান্টিন সেন্টার
—————————
৩ জুন, নিজস্ব প্রতিনিধি: উত্তর ২৪ পরগনার বারাকপুর ১নং ব্লকের কোয়রান্টিন সেন্টার গড়ে উঠল মামুদ পুর কিষাণ মান্ডিতে। ব্যারাকপুর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি নরেন্দ্রনাথ পাল জানান, ৩০ টি বেডের কোয়রাণ্টিন সেন্টার হয়েছে এখানে। এখনও পর্যন্ত মোট ১৩জন রয়েছে এই সেন্টারে। এছাড়াও কাঁপা চাকলা অঞ্চলের কাঁপা হাই ইস্কুলে কোয়রাণ্টিন সেন্টার গড়ে উঠেছে সেখানে রয়েছে ৫ জন। জোনপুরে একটি আইসিডিএস(ICDS) সেন্টারেও ৩ জন মহারাষ্ট্র ফেরত শ্রমিক রয়েছেন । মাঝিপাড়া – পলাশী পঞ্চায়েতের ধানকল শিশুশিক্ষা কেন্দ্রেও তৈরী করা, কোয়রান্টিন সেন্টারে রয়েছেন আরো ৩ জন।