তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের অনুগামীরা একান্ত আলোচনায় দাবি করছেন,বিজপুরের বিধায়ক আগামী
বিধানসভা নির্বাচনের এক মাস আগে
বিজেপি ছেড়ে তৃণমূলে চলে আসবেন | বিজপুর থেকে তিনিই হবেন তৃণমূল কংগ্রেস প্রার্থী |
গতকাল বিজপুর বিধায়ক যা বললেন,(বললেন, না হাল্কা ” ফাউল ” করে ফেললেন? ), তাতে পার্থ – অনুগামীদের দাবিই মান্যতা পেল |
কী বলেছেন বিধায়ক?
বিজপুর থেকেই তাহলে কি আপনি প্রার্থী হতে চলেছেন, এক সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বিধায়ক বলেছেন —- ” বিজেপি দল ঠিক করবে কে প্রার্থী হবে |”
এরপরেই তিনি বলেন, ” যে কোন দলের হয়েই প্রার্থী হতে পারি |যাই হোক না কেন জনগণ জিতবে |”
এ তো রীতিমতো ” ফাউল ” !
তিনি তো বলেই ফেললেন ” বিজেপি ঠিক করবে কে বিজপুরে দলের প্রার্থী হবেন “, আর
তিনি ” ( অন্য ) যে কোন দলের হয়ে প্রার্থী
হবেন ” |
মানে তিনি বিজেপির হয়ে প্রার্থী হচ্ছেন না |
বিজেপির প্রার্থী না হলেও তিনি ” যে কোন দলের হয়ে প্রার্থী হবেন ” |
সেই ” যে কোন দল ” কংগ্রেস – সিপিএম অবশ্যই নয় |
বাকি থাকল তৃণমূল |
আর একটি দল বা মঞ্চ আগস্টে আত্মপ্রকাশ করতে পারে |
শোনা যাচ্ছে, তৃণমূল ভেঙে বিজেপি ভেঙে কংগ্রেস ভেঙে সেই দল বা মঞ্চ তৈরি হলে সেই মঞ্চে বা দলে নাম লেখাতে পারেন মুকুল রায় এবং মুকুলতনয় বিজপুরের বিধায়ক |
সেই দল বা মঞ্চ তৈরি হলে সেই দল বা মঞ্চের হয়ে আর না হলে তৃণমূলের হয়েই যে তিনি প্রার্থী হতে চলেছেন, তা তো বলেই দিলেন বিধায়ক |
তাই বলা যায়, গতকাল থেকেই তাঁর বিজেপি ছাড়ার কাউন্টডাউন শুরু হয়ে গেল |