কেন্দ্রে কয়লামন্ত্রী হচ্ছেন মুকুল রায় ?
খুব শীঘ্রই কেন্দ্রীয় মন্ত্রিত্ব পেতে চলেছেন মুকুল রায়। সূত্রের খবর, উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার আসনে ওই বিজেপি নেতাকে জিতিয়ে আনার পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ বিষয়ে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কথা বলেছেন মুকুল রায়ের সঙ্গে। লকডাউন পর্ব উঠলে মুকুলবাবু দিল্লি যাবেন। দিল্লিতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে এ বিষয়ে চূড়ান্ত কথাবার্তা হবে বলেও জানা যায়। বিজেপি-র সর্বভারতীয় নেতৃত্ব মুকুল রায়কে আরও বেশি দায়িত্ব দিতে চাইছে। রাজ্যসভার নির্বাচন হওয়ার পর তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কয়লা মন্ত্রকের দায়িত্ব দেওয়া হতে পারে, এমন সম্ভাবনাও তৈরি হয়েছে।