সরকারী জমি বিক্রি করে কাঁচরাপাড়ার দেহব্যবসায়ীর কোটি কোটি টাকা কামাই

173

Iকাঁচরাপাড়ার “বিখ্যাত এক দেহব্যবসায়ী ” বিঘের পর বিঘে সরকারী জমি বিক্রি করে কোটি কোটি টাকা কামাইয়ের
নতুন ব্যবসা ফেঁদে বসেছেন |
হালিশহরের এক যুবনেতা এবং কাঁচরাপাড়ার এক যুবনেতা এই দেহব্যবসায়ীর সঙ্গে সঙ্গত করে টাকার অর্ধেক ভাগ পাচ্ছেন |
কাঁচরাপাড়ার অন্তত 3 জন কাউন্সিলর, এক জেলানেতা এবং এক সভাপতি এই চক্রে যুক্ত |
এই চক্রটি ফিসারির জমিতে লোক বসিয়ে, তাদের পাট্টা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক কাঠা জমির জন্য অন্তত 1 লক্ষ টাকা নিচ্ছেন |
এই চক্রের নেতা হলেন ওই দেহব্যবসায়ী, যিনি আবার নেতা হতে চাইছেন |
এই চক্রের 2 যুবনেতার কোন পদ নেই |
তবে তারাও কাউন্সিলর হতে চাইছেন |
এদের এই দলকে ভাঙিয়ে সরকারী জমি বিক্রির খবর কালীঘাটের দিদির কাছে পৌঁছেছে |
তাই, খবর, এই চক্রের কেউই কাউন্সিলর বা দলীয় পদ ভবিষ্যতে পাবেন না |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 7 =