বড়ো বিপত্তিতে পড়েছে বঙ্গ বিজেপি । কারণ মুখে না- বললেও সবাই হতে চাইছেন পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী । সেই তালিকায় নাকি রয়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষও!
আর তাই দিলীপবাবুকে সভাপতি-পদ থেকে সরাতে আদাজল খেয়ে মাঠে নেমে পড়েছেন আরএসএস প্রচারক প্রদীপ জোশী, সাংবাদিক স্বপন দাসগুপ্ত, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়রা ।
সম্প্রতি, দিলীপ- ঘনিষ্ঠ রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক ( সংগঠন) সুব্রত চট্টোপাধ্যায়কে সরিয়ে সেই পদে আনা হয়েছে অমিতাভ চক্রবর্তীকে ।
এবার সরানো হতে চলেছে দিলীপবাবুকে । তাঁর জায়গায় আনা হতে পারে কল্যাণীর বিধান ধর অথবা দিল্লির কেন্দ্রীয় বিজেপি কার্যালয়ে কর্মরত ড. আশিস সরকারকে । পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয়বর্গীয়কে । কৈলাশের জায়গায় আনা হতে পারে ত্রিপুরার সুনীল দেবধর অথবা শিবপ্রকাশকে ।