কলকাতাজেলারাজ্য সোমবারে গয়েশপুরে ১২ ঘন্টার বনধ ডাকল বিজেপি November 1, 2020 69 FacebookTwitterWhatsApp আজ বিজেপি কর্মী বিজয় শীলের ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায় নদীয়ার গয়েশপুরের একটি পরিত্যক্ত আমবাগানে । এই খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়ায় নদীয়া জুড়ে । সোমবার ১২ ঘন্টা গয়েশপুর বনধের ডাক দেয় বিজেপি । ঘটনাস্থলে যান বিধায়ক শুভ্রাংশু রায় ।