কাঁচরাপাড়ার হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলে গত ১০ বছরের তৃণমূল শাসনে লক্ষ- কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে । বিজ্পুরের বিধায়ক শুভ্রাংশু রায় এক সাক্ষাতকারে এই অভিযোগের ভিত্তিতে তদন্ত দাবি করে তৃণমূল নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন —- আগামী নির্বাচনে নিশ্চিতভাবেই এই স্কুল- দুর্নীতি বিরাট ইসু হয়ে উঠবে ।
এই হুঁশিয়ারিতে প্রমাদ গুনে কাঁচরাপাড়ার এক চেয়ারম্যান দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ততপর হয়েছিলেন । কিন্তু এক তৃণমূল বিধায়ক তাঁকে বলেন— স্কুল থেকে যে কামাচ্ছে কামাক, কিছু করার দরকার নেই । বিধায়কের এই মন্তব্যে তৃণমূল মহলে আলোড়ন ফেলে দিয়েছে । অন্য দিকে, এক যুবনেতার কাছ থেকে ঐ বিধায়ক ২৫ লক্ষ টাকা নিয়েছেন বলে তৃণমূল মহলে কানাকানি চলছে ।