জ্বরে – সর্দি – কাশিতে পাঁচশো বেডে মৃত কাঁপার সেলুনকর্মী, দেহ আটকে রেখে মৃতের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠালেন হাসপাতাল কর্তৃপক্ষ

1831

বিজপুর থানার অধীন উত্তর 24 পরগনা জেলার বারাকপুর – 1 নম্বর ব্লকের আওতাধীন কাঁপা – চাকলা পঞ্চায়েত কার্যালয় সংলগ্ন এক সেলুনের কর্মী নকুল শীল ( 45 )গতকাল 25 মে জ্বরে – সর্দি – কাশিতে আক্রান্ত হয়ে কল্যাণীর পাঁচশো বেড হাসপাতালে মারা যান |
তাঁর দেহ অবশ্য ছাড়েননি কল্যাণী জেএনএম হাসপাতাল কর্তৃপক্ষ | মৃতের লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছেন তাঁরা |
রিপোর্ট এলেই ছাড়া হবে দেহ |
নকুলবাবুর দোকান কাঁপায় হলেও তিনি নদীয়া জেলার অধীন গয়েশপুর পৌরসভার শহর সাঁতরাপাড়া অঞ্চলের বাসিন্দা |
মহাঘূর্ণিঝড়ের পরে গত শুক্রবার 22 মে তিনি সেলুন খোলেন | প্রায় ধুঁকছিলেন তিনি, জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা |
কেউ সে দিন সেলুনে গিয়েছিলেন কিনা তা অবশ্য নিশ্চিত করে কেউ বলতে পারছেন না | তবে একাধিক সূত্র থেকে জানা গেছে, তিনি এই দিনই কাঁপা স্টেট ব্যাঙ্কে যান | কিন্তু, শরীরের তাপমাত্রা বেশি থাকায় তাঁকে ব্যাঙ্কে ঢুকতে দেওয়া হয়নি |
কাঁপা – চাকলা পঞ্চায়েতের প্রধান রবীন্দ্রনাথ নিয়োগী জানিয়েছেন, ” 24 মে কাঁপার ত্রাণ শিবিরে আসেননি নকুলবাবু | ” প্রধান 25 মে রাতে জানান,” নকুলবাবুর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে | উনি জ্বরে – সর্দি – কাশিতে ভুগছিলেন | উনি গয়েশপুর পৌরাঞ্চলের বাসিন্দা | শুক্রবার উনি দোকান খুললেও স্থানীয় মানুষের আপত্তিতে দোকান তাড়াতাড়ি বন্ধ করে দেন |”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + seven =