সি ই এস সি – র উদ্দেশে তর্জন গর্জনের পরে গত দু ‘ দিন ধরে দিদিকে খুঁজে পাওয়া যাচ্ছে না |ফলত, তাঁর ভাই হাকিমকেই সাধন এবং শোভনের সমালোচনার তীর হজম করতে হচ্ছে |
অবশ্য একদা ক্লাব পলিটিক্স – এ অভ্যস্ত ববি কিল হজম করার পাত্র নন | তাই তিনিও পাল্টা তীর ছুঁড়ছেন |
আর রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভের আগুনে ঘৃতাহুতির কাজ করছে ববির এই উল্টোপাল্টা বাক্যবর্ষণ |
কলকাতাকে আবার কল্লোলিনী করে তুলতে গেলে কী কী করিতে হইবে তা কলকাতার বর্ষীয়ান নেতা সাধন এবং প্রাক্তন মেয়র সুব্রতর সঙ্গে আলোচনা সাপেক্ষে ঠিক করাই যে অনেক বেশী লজিক্যাল ছিল, তা এখন অনেকেই বলতে শুরু করেছেন |
কিন্ত, ববি মানতে চাইছেন না | আর তৃণমূল সরকারের বিরুদ্ধে রাজ্যবাসীর ক্ষোভ ঊর্ধ্বগামী হতে শুরু করেছে |
আর রাজ্যবাসী বলতে শুরু করেছেন — ববিকে সহবত শেখাতে পারেন একজনই, তিনি দিদি |
কিন্ত, দিদি কোথায়?
কেউ বলছেন, দিদি চলে গেছেন জয়ন্তী নদীর ধারের বাংলোয় |
কিন্ত, আবার ঝড় আসছে | সেই ঝড়ের ঝাঁপিয়ে পড়ার কথা উত্তরবঙ্গেই |
তাই দিদি কী এখন উত্তরবঙ্গে যাবেন?
হলং – এও যাবেন না |
তাহলে দিদি কোথায় গেলেন?