কাঁপা – সারদাপল্লীতে করোনা রোগী, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ধানকল বাজার, পাড়ায় পাড়ায় বাঁশের ব্যারিকেড, করোনা আতঙ্কে কাঁপছে কাঁপা

333

গতকাল 28 মে বিজপুর থানার অধীন মাঝিপাড়া – পলাশী পঞ্চায়েতের অধীন কাঁপার ধানকলের সারদাপল্লীর দিল্লি – ফেরত বিশু বিশ্বাস নামে এক মৎস্যজীবীর লালারসের রিপোর্ট পজিটিভ আসায় কাঁপা, ধানকল, রামকৃষ্ণপল্লী, পলাশী, মাঝিপাড়া, বাৰুব্লক ও নিউ কলোনির মানুষ করোনা জ্বরে কাবু হয়ে পড়েছেন |
আতঙ্ক এতটাই ওই অঞ্চলের মানুষকে গ্রাস করেছে যে পাড়ায় পাড়ায় ঢোকার মুখে বাঁশের ব্যারিকেড তুলে দেওয়া হয়েছে |
আজ সকালে গিয়ে দেখা যায়, ধানকল বাজার অনিদিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে | স্থানীয় তৃণমূল নেতা বাজারে ঢোকার মুখে মোটরসাইকেল – এ বসে ক্ষোভের সঙ্গে এক ছোট্ট জমায়েতের উদ্দেশে বলছেন, বাইরে থেকে যে কেউ এসে বাজারে বসে পড়ছে, এই সব বন্ধ করতে হবে |
বাজারের বন্ধ দোকানের সামনে বসে পসারীরা বলছেন, কবে বাজার খুলবে কেউ জানে না |
কাঁপার বাবা ঠাকুরতলা, ধানকলে ঢোকার মুখে দেখা যাচ্ছে বাঁশের ব্যারিকেড |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 2 =