বিজপুর থানার অধীন কাঁচরাপাড়ার নকড়ি মন্ডল রোডের সারদা দেবী গার্লস উচ্চ বিদ্যালয়ে কোয়রাণ্টিন সেন্টার করার প্রতিবাদে প্রবল প্রতিবাদ – বিক্ষোভ দেখালেন স্থানীয় মানুষ |
বিক্ষোভ দেখে ভয়ে স্কুলের তালা না – খুলেই পালালেন সরকারি আধিকারিকেরা |
স্থানীয় মানুষের বক্তব্য হল, এই স্কুলের চারপাশে ঘন জনবসতি | এই স্কুলে কোয়রাণ্টিন কেন্দ্র হলে করোনা সংক্ৰমণ ছড়ানোর সম্ভাবনা রয়েছে | বরং, কাঁচরাপাড়া কলেজ বা স্পল্ডিং ইনস্টিটিউট – এ হলে ভালো হয় |
কারণ, কলেজ এবং স্পল্ডিং ইনস্টিটিউট – এর চৌহদ্দি অনেক বড়ো আর জনবসতি থেকে বিচ্ছিন্ন |