এই বছরের 24 মার্চ রাত আটটায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, একুশ দিনের লক ডাউন হলেই করোনাভাইরাস হার মানবে |
একুশ নয়, নয় নয় করে আটষট্টি দিন কেটে গেলেও করোনাভাইরাস এই দেশে হার মানেনি |
বরং, আজ মোদী সরকারের দ্বিতীয় ইনিংসের প্রথম বর্ষপূর্তির দিনে আক্রান্তের সংখ্যা চীনকে ছাড়িয়ে যেতে চলেছে | লাফিয়ে লাফিয়ে বাড়ছে
করোনা সংক্ৰমণ |
অবশ্য বিজেপি – প্রকাশিত ” ছ সাল বেমিসাল ” ভিডিয়োটিতে দেশে করোনা নামক অতিমারী বা লক ডাউনের কোন ছবি নেই |
নেই লক্ষ লক্ষ কোটি কোটি পরিযায়ী শ্রমিকের দীর্ঘ লংমার্চ, অনাহারে মৃত্যু, রেললাইনের উপর খিদেয় – তৃষ্ণায় ঘুমিয়ে পড়া 16 পরিযায়ী শ্রমিকের রেলের চাকায় পিষ্ট হওয়ার সংবাদ, প্রায় 14 কোটি মানুষের কাজ হারানোর দুঃসংবাদ, দেশের অর্থনীতির হাঁড়ির হাল, নিভন্ত চুল্লিতে একটু আগুনের প্রত্যাশায় মাইলের পর মাইল হেঁটে আসা কিশোরীর মর্মান্তিক
মৃত্যুর ছবি |
নেই এমন আশঙ্কা, যে মোদী সবার বিশ্বাস হারাতে বসেছেন |
মোদী সরকারের দ্বিতীয় ইনিংস শুরু হয়েছিল তিন তালাক নিষেধাজ্ঞা দিয়ে | তারপর এই সরকার জম্মু -কাশ্মীরের বিশেষ তকমা 370 অনুচ্ছেদ রদ করে এবং নাগরিকত্ব সংশোধনী বিল এনে সংখ্যালঘু মুসলিমদের বিশ্বাসে আঘাত করেছে |
আর দিনের পর দিন লক ডাউন চলায় পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মধ্যবিত্ত, শিল্পপতি,বড়ো ব্যবসায়ী থেকে ছোট্ট ব্যবসায়ী, ছোট্ট দোকানদার থেকে ছোটখাট পেশায় যুক্ত নাগরিক — মোদী সরকারের উপর বিশ্বাস হারিয়েছেন |
আর ” নিজ গুণে ” বঙ্গের 16 বিজেপি সাংসদ বিপর্যস্ত মানুষের পাশে না – দাঁড়িয়ে নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছেন |