মার্কিন মুলুকের মিনিসোতা শহরে পুলিশের নির্মম অত্যাচারে বর্ণবৈষম্যের নৃশংসতার বলি প্রাক্তন বাস্কেটবল খেলোয়াড় জর্জ ফ্লয়েডকে খুনের প্রতিবাদে আজ সন্ধে সাতটায় “কমরেড অমূল্য উকিল
কক্ষের “সম্মুখে (পার্টি অফিস) ডি ওয়াই এফ আই কাঁচরাপাড়া লোকাল কমিটির পক্ষ থেকে দীপ প্রজ্জ্বলন এবং লকডাউন বিধিকে মান্যতা দিয়ে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয় |সর্বস্তরের সিপিএম কর্মীরা এই কর্মসূচিতে শামিল হন |