বারাকপুর মহকুমা থেকে বিজেপির রাজ্য কমিটিতে 2 জন, কলকাতা থেকে মাত্র এক !

71

বিজেপির নবগঠিত রাজ্য কমিটিতে মুকুলতনয় জায়গা না পেলেও মুকুল – ঘনিষ্ঠরা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন |
উত্তরবঙ্গ, পুরুলিয়া, দক্ষিণবঙ্গের প্রায় সব হেভিওয়েটদের রাখা হয়েছে এই কমিটিতে |কলকাতা থেকে মাত্র একজন সায়ন্তন বসুকে রাজ্য কমিটিতে রাখা হয়েছে | এইজন্যই এই কমিটির ” মাথা ভারী পা সরু ” হয়ে যায়নি |
তবে কলকাতা থেকে একজনকে রাখা হলেও বারাকপুর মহকুমাকে বিজেপি যে পাখির চোখ করতে চলেছে তার হাতেগরম উদাহরণ চোখের সামনেই তুলে ধরতে চেয়েছেন সভাপতি দিলীপ ঘোষ |
এইজন্য এই মহকুমা থেকে দু জনকে 26 জনের রাজ্য কমিটিতে রাখা হয়েছে |
সহ সভাপতি করা হয়েছে সাংসদ অর্জুন সিংকে |
আর সম্পাদকমন্ডলীতে রাখা হয়েছে ফাল্গুনী পাত্রকে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =