বেসরকারি হাসপাতালে ডায়ালিসিস করাতে গিয়ে করোনা সংক্রমণের শিকার হলেন হালিশহরের জেটিয়ার মহিলা, পুলিশের ব্যস্ততা বাড়ল m

664

বিজপুর জুড়ে জেটিয়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে |
আজ সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ আর আতঙ্ক প্রকাশ করে নানান সাবধানবাণী চোখে পড়ছে |
কিন্ত, কেউই নিশ্চিত নয়, এমনকি পুলিশও বলছে তাঁরা জানে না হালিশহর স্টেশনের পূর্ব দিকের 2 নম্বর প্লাটফর্ম সংলগ্ন জেটিয়া স্কুল রোডে ঢোকার মুখেই এক মহিলা বাসিন্দার রিপোর্ট পজিটিভ এসেছে |
বয়স্ক ওই মহিলা কলকাতার একটি হাসপাতালে ডায়ালিসিস করাতে গিয়ে নাকি করোনা সংক্রমণের কবলে পড়েন |
3 জুন তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ বলে জানা গেছে ( রিপোর্টের কপি দেওয়া হল ) |
করোনা আক্রান্ত মহিলার বয়স 63 বছর | নাম তপতী ব্যানার্জী |
এলাকার মানুষ ওই এলাকায় বাঁশের ব্যারিকেড তৈরি করে যাতায়াত নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছেন |এই অঞ্চলে পুলিশের ব্যস্ততা বেড়েছে |
আক্রান্ত মহিলা বাড়িতেই আছেন বলে জানা গেছে |
পুরো এলাকা ” সিল ” করে দিয়েছে পুলিশ |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − 13 =