৫ জুন,নিজস্ব প্রতিবেদক: লাগাতার চারদিন আন্দোলনের চাপে শেষে পদত্যাগ করতে বাধ্য হলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ধরনী ধর পাত্র। শুক্রবার বিকেলে তিনি আচার্য তথা রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন। আগামী ৯ জুন তার উপাচার্য হিসাবে ৪ বছর শেষ হতো।
লকডাউনের সময়ে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান যখন বন্ধ,সেই পরিস্থিতিতে আচার্য জগদীপ ধনকর তাকে অতিরিক্ত ৬ মাস দায়িত্বভার সামলাতে বলেন। উপাচার্যের মেয়াদ বৃদ্ধি করা নিয়ে আন্দোলনে নামে তৃণমূল প্রভাবিত শিক্ষক সেল ও কর্মীরা।
বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলন চালায় চার দিন।এরপাশাপাশি ১ জুন থেকে উপাচার্যের বাসস্থানের সামনেও বিক্ষোভ ও অবস্থান চালায় কিছু ছাত্র।অভিযোগ উপাচার্যকে গালিগালাজ করা হচ্ছিল।তার স্ত্রীকেও হূমকী দিচ্ছিল কিছু ছাত্র।অবশেষরূপে আজ পদত্যাগ করলেন উপাচার্য ধরনী ধর পাত্র।