কাঁপা চারাপোলের করোনা পজিটিভ রোগী তিন দিন এলাকায় ঘুরে বেড়ালেন, গেলেন অনুষ্ঠানবাড়িতে, আজ বিকেলে পুলিশ তাঁকে নিয়ে যাচ্ছে কোভিড হাসপাতালে

1845

নাম বীরেন্দ্রনাথ সরকার | বয়স 62 বা 63 |
মাস খানেক ধরে অসুস্থ ছিলেন |
সপ্তাহ দুয়েক আগে ভর্তি হন ব্যারাকপুরের কমান্ড হাসপাতালে | সেখানে কয়েক দিন থাকার পরে উত্তর 24 পরগনার বারাকপুর – এক ব্লকের কাঁপা – চাকলা পঞ্চায়েতের বিজপুর থানার অধীন চারাপোল – এর আদি কালীবাড়ি অঞ্চলের নিজের বাড়িতে তিন – চার দিন আগে ফেরেন |
কমান্ড হাসপাতালে প্রাক্তন সেনাকর্মী বীরেনবাবুর লালারসের নমুনা কোভিড টেস্টের জন্য নেওয়া
হয়েছিল |
তিনি বাড়ি ফেরার পরে পরেই কমান্ড হাসপাতাল থেকে ফোন করে তাঁকে জানানো হয় — তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে |
হাসপাতাল থেকে তাঁকে বলা হয়, হয় তিনি কমান্ডেই ভর্তি হন অথবা অন্য কোন কোভিড হাসপাতালে দ্রুত ভর্তি হয়ে যান |
কিন্ত, তিনি হাসপাতাল কর্তৃপক্ষের কথা না শুনে পরিবারের অন্য দুই সদস্যের সঙ্গে অনুষ্ঠানবাড়িতে
যান | ঘুরে বেড়ান যত্রতত্র |
আর কমান্ড হাসপাতালকে জানান, তিনি গাড়ি পাচ্ছেন না |
শেষমেষ আজ দুপুরের দিকে বিজপুর থানা জানতে পেরে বীরেনবাবুকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করেছে |
এলাকায় আতঙ্ক ছড়িয়েছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 − 2 =