কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে |
আর 2021 – এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বঙ্গ বিজেপির প্রতিনিধিত্ব ও গুরুত্ব বাড়ানো হচ্ছে |
বাংলা থেকে নতুন মুখ কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে যাওয়ার ব্যাপারে বঙ্গ বিজেপির মতামত চাওয়া
হয়েছিল |
সর্বসম্মত ভাবে পাঠানো হয়েছিল দিলীপ ঘোষের নাম |
কিন্ত, ” এক ব্যক্তি, এক পদ ” নীতি অনুযায়ী কেন্দ্রীয় নেতারা বঙ্গ বিজেপিকে জানিয়ে দেন, দিলীপবাবু মন্ত্রী হলে তাঁকে রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে |
দিলীপবাবু সভাপতির পদ ছাড়তে রাজি না – হওয়ায় অন্য নাম চাওয়া হয় |
তার পরেই নাকি বঙ্গ বিজেপির পক্ষ থেকে মুকুল রায়ের নাম পাঠানো হয় |
প্রসঙ্গত, কেন্দ্রে রেলের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকে স্বাধীন প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মুকুলবাবু |
তাই তাঁকে এলেবেলে কোন দফতর দেওয়া হবে না |
গুরুত্বপূর্ণ কোন দফতরের পূর্ণমন্ত্রী করা হবে তাঁকে, যাতে বাংলা জুড়ে অবাধে ঘুরে বেড়াতে
পারেন তিনি |
তবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, এখনই মুকুলবাবুকে মন্ত্রী করায় আগ্রহী ছিলেন না শাহ – মোদী জুটি |
দীর্ঘ দিন ধরে বঙ্গ বিজেপি বলতে গেলে তাঁকে বসিয়েই রেখেছে | বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য হলেও তিনি যে বাংলায় গুরুদায়িত্ব নিয়ে কাজ করতে চান, তা বারবার দলের কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েও কোন কাজ হয়নি |
শেষমেষ কয়েক দিন আগে তিনি অমিত শাহদের জানান, হয় দল তাঁকে কাজে লাগাক, আর না হয় ছেড়ে দিক |
তাঁর এই অভিমানের কথা ফাঁস হয়ে যায় | দিদি রাজ্যসভার এক প্রাক্তন সাংসদ ও সাংবাদিককে তাঁর কাছে পাঠিয়েও দেন |
লোভনীয় প্রস্তাব নিয়ে এই সাংসদ মুকুলবাবুর সঙ্গে ঘন্টা দেড়েক কথাও বলেন |
আর হাতের তাস হাতছাড়া হয়ে যাচ্ছে দেখে দিল্লির বিজেপি ব্রিগেড সিদ্ধান্ত নিয়ে ফেলে কেন্দ্রে পূর্ণমন্ত্রীই করা হবে মুকুলবাবুকে |
কিন্ত, দলের নীতি অনুযায়ী মুকুলবাবুর নামে বঙ্গ বিজেপির সম্মতি নিতে হবে |
তারপরেই বঙ্গ বিজেপির কাছে নতুন মুখের নাম জানতে চাওয়া হয় |
এদিকে খবর, মুকুলবাবু আজ না হয় কাল দিল্লি যাচ্ছেন |
মন্ত্রী করা হলে উত্তর প্রদেশের কোন রাজ্যসভা আসন থেকে মুকুলবাবুকে জিতিয়ে আনা হবে |
মুকুলবাবু মন্ত্রী হলেই রাজ্যের কিছু মন্ত্রী ও সাংসদ বিজেপিতে যোগ দেবেন বলে খবর |
এঁদের মধ্যে রয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে এবং সুন্দরবন উন্নয়ন মন্ত্রী মন্টুরাম পাখিরা |