কাঁচরাপাড়া : থানার কাছেই থাবা বসাল করোনা

5917

সারদাপল্লী ঘুরে জেটিয়া হয়ে চারাপোল ছুঁয়ে করোনা থাবা বসাল কাঁচরাপাড়ায় |
আটই জুন বিজপুর থানার কাছে পৌঁছে গেছে সে
খবর |
খবর খারাপ |
খবরিলাল জানাচ্ছেন,বিজপুর থানার অধীন কাঁচরাপাড়ার থানা মোড় অঞ্চলের বাসিন্দা এবং কাঁচরাপাড়া রেলের অধীন হালিশহর স্টোরের কর্মী বিন্দু প্রসাদের করোনা পরীক্ষার রিপোর্ট আটই জুন পজিটিভ বলে জানা গেছে |
এদিনই বিন্দুকে কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে |
রেল হাসপাতালে ভর্তি আরও দুই অসুস্থ রেলকর্মীর রিপোর্ট আসবে 9 জুন |
এদিকে জানা গেছে,মহারাষ্ট্র থেকে আসা কাঁচরাপাড়ার 3 নম্বর ওয়ার্ডের নবীনপল্লীর 5 পরিযায়ী শ্রমিকের রিপোর্ট নেগেটিভ |
তাঁরা আটই জুন ঘরে ফিরেছেন |অন্য দিকে, আটই জুন চারাপোলের কোভিড পজিটিভ বীরেন্দ্রনাথ সরকারকে নিয়ে গেছে কলকাতার কমান্ড হাসপাতাল |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =