নয়ই জুন ভার্চুয়াল বক্তৃতা করে পশ্চিমবঙ্গে ভোটের দামামা বাজিয়ে দিয়েছেন বিজেপির নাম্বার টু অমিত শাহ |
আর এদিনই তাঁর আমন্ত্রণে দিল্লি গেছেন মুকুল রায় |
মুকুল বলেছিলেন, দশ তারিখ যাবো |
কিন্তু, অমিত বলেন, ন তারিখই আসতে
হবে |
তাই মনে করা হচ্ছে আজ বা কাল মমতা ব্যানার্জীর বদান্যতা ছাড়াই দেশের কয়লামন্ত্রী হিসেবে শপথ
নিতে চলেছেন কাঁচরাপাড়ার ভূমিপুত্র
মুকুল রায় |