কাঁপার করোনা পজিটিভ পুলিশকর্মী আলসে বাজারেও গিয়েছিলেন

1170

বিজপুর থানার অধীন কাঁপার লোকনাথ এপার্টমেন্টের বাসিন্দা এবং দক্ষিণ 24 পরগনায় কর্মরত পুলিশকর্মী সত্যজিৎ রায়কে গতকালই কোভিড হাসপাতালে ভর্তি করা হয়েছে |
এদিকে জানা গেছে, আজ ওই এপার্টমেন্ট স্যানিটাইজার দিয়ে জীবাণুমুক্ত করার কাজ চলছে |
সত্যজিৎবাবু দিন চারেক আগে এয়ারপোর্ট গেটের কাছের একটি মুদিখানার দোকানে গিয়েছিলেন |
সেটি আজ ” সিল ” করে দেওয়া
হয়েছে |
অন্য দিকে স্থানীয় মানুষ জানাচ্ছেন, যেদিন ওই পুলিশকর্মী মুদির দোকানে যান, সেদিনই তিনি আলসে বাজারেও গিয়েছিলেন |
10 জুন রাতে বেশ কয়েক জন লোকনাথ ফ্ল্যাটবাড়ির
বাসিন্দা একসঙ্গে খাওয়া – দাওয়া করেন |
সত্যজিৎবাবুও সেই দলে নাকি ছিলেন |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 1 =