বিজপুর থানার অধীন কাঁচরাপাড়ার 24 নম্বর ওয়ার্ডের পানবস্তির বাসিন্দা কমল তালুকদারের ছেলে কৌশিক তালুকদারের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ
এসেছে |
আজ তাঁকে কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে |
তাঁর বাবার ভূতবাগান অঞ্চলের দোকানটি
পুলিশ ” সিল ” করে দিয়েছে |
পুরো তালুকদার পরিবারকে কলকাতার গড়িয়ার কোয়রাণ্টিন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে |
অন্য দিকে কাঁচরাপাড়ার 7 নম্বর ওয়ার্ডের মন্ডল বাজারের পিছনের মেঘালয়ের শিলং – ফেরত টারজান সাউ – এর পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে বলে এক অসমর্থিত সূত্র মারফত জানা যাচ্ছে |
” মুখোমুখি ” এই তথ্য এখনও যাচাই করেনি |
এদিকে খবর, হরিণঘাটার 4 এনডিআরএফ কর্মীর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে |