বিজপুর : কাঁচরাপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে গোলমাল লেগেই থাকে, কেন?

154

কাঁচরাপাড়ার 5 নম্বর ওয়ার্ডে সিপিএম আমল থেকেই ঝামেলা চলে আসছে |
সিপিএম আমলে এই ওয়ার্ডের দখলদারি নিয়ে দিনেদুপুরে স্টেশন রোডে বোমাবাজি পর্যন্ত
হয়েছে |
তৃণমূল শাসনে সেই একই ট্র্যাডিশন সমানে চলেছে | আর বোঝা যাচ্ছে, সিপিএমের মতোই তৃণমূলের শেষের কাউন্টডাউন শুরু হয়ে গেছে |
কারণ, কামাইবাজদের টাইট দিতে ব্যর্থ হচ্ছে তৃণমূল |
দলের কর্মী মার খাচ্ছে দলেরই কর্মীদের হাতে |
নেতারা পুলিশের হাতে সব কিছু ছেড়ে দিয়ে বসে আছেন | কামাইবাজদের টাইট দেওয়ার ক্ষমতাই নেই নেতাদের |
তার মানে কি নেতাদেরও কি টাকা খাটছে 5 নম্বর ওয়ার্ডে?
তৃণমূলের এক জেলানেতা এই কামাইবাজদের মদত দিতে গিয়ে পদ হারিয়েছেন |
কাঁচরাপাড়ার নেতাদেরও একই পরিণতি হবে, কারণ
যথা সময়ে নেতারা জানতে পারবেন |
তবু, এটুকু বলা যায়, কাঁচরাপাড়ার 5 নম্বর ওয়ার্ড নিয়ে বিস্তৃত রিপোর্ট গেছে |
এই ওয়ার্ডে কারা কারা কি ভাবে কামাইবাজি চালাচ্ছেন?
জানতে পারবেন কাল |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 + 10 =