বিজপুর : কাঁচরাপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে ঝামেলা লেগেই থাকে, কেন?

235

কাঁচরাপাড়ার 5 নম্বর ওয়ার্ডে ঝামেলা লেগেই থাকে |
কেন?
কারণ, এই অঞ্চল হল কামাইয়ের খনি |
নানান সূত্র আছে কামাইয়ের |
রাস্তায় বসা হকারদের থেকে তোলা তুলি না, জোর গলায় ওই এলাকার নেতানেত্রীরা সব সময়ই বলে
থাকেন |
হকাররাও বলেন — না, আমাদের থেকে কেউ তোলা তোলে না |
রেল স্টেশন এই 5 নম্বর ওয়ার্ড থেকেই নিয়ন্ত্রিত
হয় |
রেল হকারদের থেকে চাঁদা তোলে হকার ইউনিয়ন |
সেই টাকা ইউনিয়ন – এর তহবিলে যায় |
বিবেকানন্দ মার্কেট থেকেও কোন তোলা তোলা হয়
না |
দাদা বলেন, দোকান দিয়ে কারও কাছ থেকে
টাকা নেওয়া হয় না |
তা হলে পাঁচ নম্বরে কামাইবাজি হয় কি করে?
এ এক রহস্য |
এই রহস্য সিপিএম আমলেও ছিল
এখানকার দুটো ক্লাব বলতে গেলে এক সময় কাঁচরাপাড়া নিয়ন্ত্রণ করত |
পুজোর আগে টানা তিন মাস সকাল থেকে সন্ধে গমগম করে মাইক বাজত |
ব্যবসাদারীতে অসুবিধা হলেও ব্যবসায়ীদের কিছু বলার জো ছিল না |
ভোটের দিনে এই দুটি ক্লাব ভোট করাতো |
সিপিএমের সেই কুকালচার আবার মাথা তুলেছে এই 5নম্বরে |
আর কী আশ্চর্য, সিপিএম নেতাদের মতোই তৃণমূল নেতাদের একাংশ এই কুকালচার চুপচাপ সমর্থন করে চলেছেন |
কারণ, কামাইয়ের ভাগ |
কারণ, সরাসরি কামাইয়ের এক সিস্টেম, যা কারও চোখে পড়েনা, কিন্ত…
পাঠক, আবার কাল তৃতীয় কিস্তি |
আপনাদের এই ওয়ার্ড নিয়ে কিছু বলার থাকলে হোয়াটস্যাপ – এ পাঠান |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × one =