বিজপুর : ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে কাঁচরাপাড়ার পাঁচ নম্বর ওয়ার্ডে টিকিট পাবে কে, রাজা না রাণী?

282

বিজপুর থানার অধীন কাঁচরাপাড়ার 5 নম্বর ওয়ার্ড হল কামাইয়ের খনি |
তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই খনি রাজার দখলেই রয়েছে |
আর এই খনির দখল রাখতে গিয়েই রাজনৈতিক
ক্ষমতা রাজার হাতছাড়া হয়েছে |
তবে রাজা এই নিয়ে ভাবিত নয় |
অবশ্য রাণীর লক্ষ্য কিন্তু রাজনৈতিক ক্ষমতা |
বারবার রাণী নির্বাচনে দাঁড়িয়েছেন, আর বারবার হেরেছেন |
আগামী ডিসেম্বরের পৌরসভা নির্বাচনে রাণীর টার্গেট এই 5 নম্বর ওয়ার্ড |
আর রাজার?
রাজার সঙ্গে বিদায়ী তৃণমূল কাউন্সিলর – এর সম্পর্ক ভালো ছিল না | এজন্য 5 নম্বর ওয়ার্ডে বারবার
উন্নয়ন বাধা পেয়েছে |
রাণী এবার টিকিট পেলেও একই ঘটনা মানে রাজা -রাণীর কাজিয়ায় কাজের কাজ কিছু হবে
না |
প্রাপ্য পরিষেবা থেকে বঞ্চিত হবেন ওয়ার্ডের
ভোটাররা |
এলাকার ভোটাররা এবার তা হাড়েহাড়ে টেরও
পেয়েছেন |তাই তাঁদের ক্ষোভ বেড়েছে |
পৌরসভা নির্বাচনে সেই ক্ষোভ উগড়ে দেওয়ার সুযোগ তাঁরা পাবেন না |
বিধানসভা নির্বাচন পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে
হবে |
পৌরসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের আগে হবে |
তাই শাসক তৃণমূলকে এখানে
অন্য কিছু ভাবতে হবে |
রাণীকে টিকিট দিলে তাই এই ওয়ার্ডে ঝামেলা লেগেই থাকবে |
আর রাজাবাবু টিকিট চান না |
টিকিটে তার আগ্রহ নেই |
বরং, অন্যের পিছনে পিছনে চলা, বড় নেতাদের বিশ্বস্ত চাকর হওয়াই রাজার লক্ষ্য |
রাজনৈতিক জীবনের শুরু থেকেই রাজা এই চাকরি করে চলেছেন |
কাল পঞ্চম কিস্তি |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × 4 =