শুক্রবার থেকেই লকডাউনের কড়াকড়ি উঠে যাচ্ছে কল্যাণীতে
প্রায় দুমাস কল্যাণী ছিল করোনা মুক্ত শহর। ভিন রাজ্য থেকে কয়েকজন বাসিন্দা আসার পরেই জুনের প্রথম সপ্তাহে করোনা সংক্রমণ ঘটে। বুধবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা পৌঁছায় ১৮ জন।
এছাড়া কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালেও দুই জন চিকিৎসক ও একজন নার্স আক্রান্ত হন। ১৫ নম্বর ওয়ার্ডের একজন বৃদ্ধা মারা যান। আর তাতেই উদ্বিগ্ন হয়ে উঠেছিল পুরকর্তারা। গত রবিবার থেকে কল্যাণী শহরে লকডাউনের কড়াকড়ি লাগু হয়। এই বিধি ৩০জুন পর্যন্ত কার্যকরী হওয়ার কথা ছিল।
ইতিমধ্যেই ১২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এই সুস্থতার হার দেখে লকডাউনের বিধি শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে পুর কর্তারা। পুরসভার এক আধিকারিক বলেন, লকডাউনের কড়াকড়ি উঠে গেলেও সামাজিক দূরত্ব বিধি, মাক্স ও স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক।