চিনা পণ্যের উপর এখনও সে ভাবে কোন নিষেধাজ্ঞা জারি করেনি ভারত সরকার |
তবে চিন – জাত সমস্ত সামগ্রীতে লাগামছাড়া ট্যাক্স বসানোর দাবি উঠেছে |
এই ঘোলা জলে লাভের মাছ ধরতে নেমে পড়েছেন চিনা বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসায়ীরা |
তাঁরা ইতিমধ্যেই 15 শতাংশ বেশী দামে খুচরো বিক্রেতাদের জিনিস বেচতে শুরু করেছেন |
তবে আশ্চর্যের বিষয় একটাই, কলকাতা ও হলদিয়া বন্দরে চিন থেকে আসা বৈদ্যুতিন সামগ্রীর কনটেইনার গুলো পড়ে আছে, খালি করা হয়নি, কিন্তু, পশ্চিমবঙ্গের বাজারে চিনা বৈদ্যুতিন সামগ্রী ঢুকে পড়ছে বন্যার জলের মতো |
কোন রুট দিয়ে ঢুকছি এই সামগ্রী?
জানা যাচ্ছে, চন্দননগর হয়ে সারা রাজ্যে ছড়িয়ে পড়ছে চিনা বৈদ্যুতিন সামগ্রী |