আমপান – কেলেঙ্কারি : শুধু মথুরাপুর 2 ব্লকেই সরকারি ক্ষতিপূরণের 20 লক্ষ টাকা ফেরত এল, তাহলে রাজ্যের ক্ষতিগ্রস্ত বাকি ব্লক গুলো থেকে কত টাকা ফেরত আসবে?

38

আমপানে ভেঙে যাওয়া বাড়ি মেরামতের জন্য রাজ্য সরকার মাথাপিছু 2ও হাজার টাকা দিচ্ছে |
আর দেখা যাচ্ছে, আমপানের এই ত্রাণে দুর্নীতির অভিযোগ উঠেছে |
অভিযোগ উঠেছে তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে |
দুর্নীতির অভিযোগ তুলে কারা টাকা পেয়েছেন সেই তালিকা জনসমক্ষে প্রকাশ করার দাবি তুলে পঞ্চায়েত অফিস, বিডিও অফিস ঘেরাও করেছেন
বিক্ষোভকারীরা |
আর রাজ্য সরকারের টনক নড়েছে |
ভুয়ো ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়ার জন্য রাজ্য সরকার কার্যত হুমকি দেওয়ার পর টাকা ফেরত আসতে শুরু করেছে |
শুধুমাত্র মথুরাপুর 2 ব্লকে সরকারি কোষাগারে জমা পড়েছে 20 লক্ষ টাকা |
30 জুন জানা গেছে, মথুরাপুর – সহ তিনটি ব্লক থেকে ভুয়ো ক্ষতিপূরণের মোট 50 লক্ষ টাকা ফেরত
এসেছে |
পশ্চিমবাংলায় আছে 23 টি জেলা |
আছে 341 টি ব্লক
23 টি জেলার মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং কিছুটা নদীয়া ও পূর্ব মেদিনীপুর |
সব মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় 75 থেকে 80 টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে |
তিনটি ব্লক থেকে ভুয়ো ক্ষতিপূরণের 50 লক্ষ টাকা ফেরত এলে ব্লক পিছু প্রায় 17 লক্ষ টাকা ফেরত আসতে পারে |
তাহলে 80 টি ব্লক থেকে ফেরত আসতে পারে 13 কোটি 60 লক্ষ টাকা |
রাজ্য সরকারের প্রশাসনিক কর্তারা বলছেন, ভুয়ো ক্ষতিপূরণ বাবদ 4 কোটি 20 লক্ষ টাকা ফেরত আসতে পারে |
তাঁরা এই হিসেব দিচ্ছেন সেই সব ব্লকের উপর ভিত্তি করে, যে গুলিতে বিক্ষোভ ও ঘেরাও হয়েছে, তবে বেশির ভাগ ব্লকেই বিক্ষোভ হয়নি |
ভুয়ো ক্ষতিপূরণের দুর্নীতির সঙ্গে সঙ্গে বহু দামি গাছও বন দফতরকে না জানিয়ে বেচে দেওয়া হয়েছে |
বেচেছেন তৃণমূলের জনপ্রতিনিধিরাই |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 2 =