কাঁচরাপাড়া রেল অন্তত সাত দিন বন্ধ রাখা হোক

317

দুই কর্মী কোভিড পজিটিভ হওয়ায় দু দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে জিপিও | একের পর এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় বন্ধ ইচ্ছাপুর রাইফেল ফ্যাক্টরি |অথচ কাঁচরাপাড়া রেলের 15 অফিসার এবং 43 কর্মী কোয়রাণ্টিনে থাকলেও এবং 12 জুলাই ওয়ার্কস ম্যানেজার অভিনয় কুমার এবং 1 নম্বর শপের সিনিয়র সুপার বিশ্বনাথ চক্রবর্তীর রক্তে নোভেল করোনা ভাইরাস পাওয়া গেলেও হুঁশ ফিরছে না কাঁচরাপাড়া রেল কর্তৃপক্ষের |
একদিন অন্তর স্যানিটাইজার দিয়ে শপ গুলি জীবাণুমুক্ত করেই দায় সারছেন কর্তৃপক্ষ |
আর কর্মী – অফিসারদের মধ্যে ক্ষোভ দানা বাঁধতে শুরু করেছে |
দাবি উঠছে, অন্তত 7 দিন কারখানা বন্ধ রাখা
হোক |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

17 − 10 =