গোবলয়ের রাজনীতি এখন বিজপুরেও

158

1950-এর পর পশ্চিমবাংলার রাজনীতিতে দলীয় লড়াই হামেশাই দেখা গেছে | লোকসভাতে , বিধানসভায় , মিউনিসিপালিটি আবার পঞ্চায়েত স্তরেও তা চোখে পড়েছে ।
কিন্তু, 2014- র লোকসভা নির্বাচনের পর থেকে যেটা পশ্চিমবাংলায় লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো ভাষাগত সমীকরণ দেখে রাজনৈতিক দল গুলো তাদের শক্তি বৃদ্ধিতে নেমে পড়েছিল। এই দিক থেকে এগিয়ে ছিল বিজেপি। 2014- র পর অবাঙালি ভাষাভাষী মানুষেরা বিজেপি র সাথে কোথাও একটা আত্মার যোগসূত্র খুঁজে পাচ্ছিলেন । মোদিজিকে তাঁরা ঘরের মানুষ হিসাবে আবিষ্কার করেছিলেন যেন ।
তাই ঘরের মানুষকে তাঁরা উজাড় করে ভোট দিয়েছিলেন |
পাশাপাশি দাঁড়িয়ে তৃণমূল এই বিষয়টি লক্ষ্য করে বাঙালী সেন্টিমেন্টকে কাজে লাগানোর চেষ্টায় ত্রুটি রাখেনি। ফেসবুক খুললেই বাঙালি সংক্রান্ত পেজ গুলোতে অবাঙালি বিদ্বেষ, আর বাঙালিদের ত্রাতা হিসাবে টিএমসি-কে দেখানো হয়েছে।
সেই জায়গায় দাঁড়িয়ে বিজপুরে তথাকথিত তৃণমূলের গেমচেঞ্জার সুবোধ অধিকারীর হাত ধরে সেই গোবলয়ের ভাষাগত রাজনীতির ছোঁয়া বিজপুর পেল ।
কাঁচড়াপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বে অবাঙালি, আবার হালিশহর মিউনিসিপালিটিতেও বসতে চলেছে অবাঙালি বাক্তিত্ব ।
স্বাভাবিক ভাবেই বলা চলে কাঁচরাপাড়া, হালিশহরের সংখ্যাগুরু বাঙালির প্রতিনিধিত্ব করবেন এনারা । তৃণমূলের গেমচেঞ্জার সুবোধ অধিকারী সংখ্যাগুরু বাঙালির আবেগে ধাক্কা দিয়ে, আখেরে বিজেপির রাস্তাতেই কি হাঁটলেন?
আগামী ভবিষ্যৎ বলবে, এই বিজপুরের রাজনীতিতে উনি সত্যি সত্যি খেলা ঘুরিয়ে দিতে
পারলেন, নাকি পারলেন না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + eleven =