২০২১ : শুভ্রাংশু বিজপুরে টিএমসির প্রার্থী হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারবেন

289

২০২১-এ শুভ্রাংশু রায় বিজপুরে টিএমসির থেকে দাঁড়ালে গোহারা হারবেন । ২০১৯ -এর লোকসভা নির্বাচনের দিকে তাকালে দেখা যাচ্ছে, বিজপুর বিধানসভায় ২০১৬ সালের প্রাপ্ত ভোট থেকে ২৪৮২৬ ভোট টিএমসি কম পেয়েছিল। ২০১৬ – তে টিএসসির প্রাপ্ত ভোট ছিল ৭৬৮৪২ |সেই ভোট ২০১৯ -এ গিয়ে দাঁড়ায় ৫২০১৬-তে |
এই পরিসংখ্যান বলে দিচ্ছে, বিজপুরের ভোটাররা আগামী দিনে কোন দলের দিকে ঝুঁকতে চলেছেন |
সঙ্খ্যাতত্বের এই হিসেবের উপরে যে ভরসা করা যায় তা ভাটপাড়া বিধানসভার দিকে তাকালেই বোঝা যায় |
কারণ এখানেও শেষ লোকসভায় বিজেপির ভোট বেড়েছে | অর্জুন সিং টিএমসি ছেড়ে বিজেপিতে আসায় এখানে ভোট বেড়েছে 50547-টি |
আশ্চর্যের বিষয়, বিজপুরে 2016 – র তুলনায় 2019-এ টিএমসির ভোট কমেছে 24826 – টি |
ভাটপাড়ায় 24316-টি |ফলে বলা যায়, কোন ব্যক্তির ক্যারিশমায় বিজেপির ভোটবৃদ্ধি ঘটেনি কিংবা টিএমসির ভোট কমেনি |
আর তাই এই প্রায় 25 হাজার ভোটই হবে আগামী বিধানসভা নির্বাচনে বিজপুরে বিজেপির প্লাস পয়েন্ট |বিজপুরের বর্তমান বিধায়ক ” ঘরে ফিরলেও ” এই প্রায় 25 হাজার ভোট ঘরে ফিরবে না |
তবে সিপিএমের প্রায় সাড়ে 14 হাজার ভোট ঘরে ফিরলে অনেক হিসেব উল্টে যেতে পারে বলে মনে করছেন রাজ্য বিজেপির কর্মকর্তারা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + 19 =