প্রোগ্রাম তৃণমূল মহিলাদের, গাছ দিচ্ছে কাঁচরাপাড়া পৌরসভা !

55

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের মহিলা শাখাকে 30 জুলাইয়ের মধ্যে এক লক্ষ গাছ লাগাবার নির্দেশ দিয়েছেন |এই কর্মসূচীর নাম দেওয়া
হয়েছে “সামিয়ানা ” |
তৃণমূল মহিলাদের এই কর্মসূচি রাজ্যবাসীর সমীহ আদায় করে নিয়েছে |
কিন্ত, পৌরসভা একটি নিরপেক্ষ স্বায়ত্বশাসিত আঞ্চলিক সরকার | জনগণের ট্যাক্সের টাকায় চলা পৌরসভার সঙ্গে কোন দলীয় রাজনীতির সম্পর্ক নেই |
অথচ আজ দেখা গেল, কাঁচরাপাড়া পৌরসভা তৃণমূল মহিলাদের ” সামিয়ানা ” কর্মসূচিতে সরাসরি অংশ নিয়ে গাছ বিতরণ করল |
পৌরসভার এই ” কীর্তিতে ” হতবাক নাগরিকসমাজ |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 1 =