- বারাকপুর লোকসভায় এখন বিজেপির একমাত্র কিং এবং কিংমেকার অর্জুন সিং । হ্যাঁ , তিনিই এখন বারাকপুর বিজেপির আনপ্যারালাল লিডার | বাহুবলী অর্জুনের সামনে দাঁড়াবার মতো তৃণমূলেও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না | এমনকি পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং তাঁর সহকর্মী ডিসি ( দক্ষিণ ) অজয় ঠাকুরও অর্জুনকে সামলাতে পারছেন না | আর বাহুবলী অর্জুনের ডাকাবুকো ইমেজকে সামনে রেখে বারাকপুর লোকসভা শুধু নয়, উত্তর 24 পরগনার 25- টি বিধানসভায় নাকি জেতার ‘খোয়াব ‘ দেখছেন দিলীপ ঘোষরা | আর তাই অর্জুনকে নিয়ে মাঝে মাঝে মুখ খুলছেন ঘোষবাবু |২০১৯ -এর লোকসভা নির্বাচনে জিতে অর্জুন নিজেই অবশ্য এই ব্যারাকপুরে পাশার দান উল্টে দিয়েছেন | আর এখনও একা একাই মহাভারতের অর্জুনের মতো নিজের ক্যারিশমায় পুরো জেলা তৃণমূল এবং প্রশাসনের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন।
কিসের জন্য লড়ছেন তিনি? মহাভারতের অর্জুন রাজা হওয়ার জন্য লড়েননি, অধর্মের বিরুদ্ধে লড়েছিলেন। এমপি অর্জুনের লড়াই কি সেই ধর্মের পক্ষে ? নাকি কিছু চাওয়া-পাওয়াও রয়েছে?
আছে বলেই তো লোকসভা নির্বাচনের প্রায় এক মাস আগে দীর্ঘ দিনের লড়াইয়ের ফিলোসফার ও গাইড মমতাদিদির সঙ্গ ছেড়েছিলেন ব্যবসায়ী অর্জুন | চিত্রনাট্য অবশ্য আগে থেকেই বামগুরু বিদ্যুৎবাবু ছকে দিয়েছিলেন |আর দিদি বোঝেননি তাঁর ভাই বদলে গেছেন | 2009-র পর থেকেই গুরু শিষ্যকে মন্ত্রণা দিতে শুরু করেন | আর অর্জুন নিজেকে গোছাতে শুরু করেন |
অর্জুনের কাছে তখনও ব্যবসা প্রাইমারি আর রাজনীতি সেকেন্ডারি | কিন্তু, তাঁর ব্যবসার মধ্যে তখনও অনেক ফাঁক ও ফাঁকি ছিল | পুরো তৃণমূল যখন সারদা – রোজভ্যালি নিয়ে ব্যস্ত তখন গুরুর নির্দেশে নিজের 42 রকমের ব্যবসার কাগজ সাফ – সুতরো করে ফেললেন তিনি | অন্য দিকে ভাই ভীম সিং মারা গেলেও ততো দিনে বড়ো হয়ে গেছেন অর্জুনের ভাই – ভাইপো | গুরু বললেন, ব্যারাকপুরের শুভেন্দু অধিকারী হয়ে ওঠো বৎস… |
আর চারদিক ঠিকঠাক দেখার পরে অর্জুনের সাহস বেড়ে গেল | রাজ্য মন্ত্রিসভায় ঢোকার জন্য তিনি দিদির উপরে চাপ তৈরি করতে শুরু করলেন | পাশাপাশি, নিজের বিশ্বস্ত মহলে প্রচার করতে লাগলেন —- অবাঙালিদের কোন দিনই মন্ত্রিসভায় জায়গা দেবেন না দিদি |
এর মধ্যে চলে এল লোকসভা নির্বাচন | এই নির্বাচন ঘোষণার দিন থেকেই ফাল্গুনী পাত্রের মতো দীর্ঘদিনের বিজেপি নেতা – নেত্রীরা জানতেন, ব্যারাকপুরে দলের প্রার্থী হতে চলেছেন অর্জুন | কিন্ত, বিশ্বাস করতে পারেননি | অন্য দিকে অর্জুন দলের প্রার্থী হলেও ফাল্গুনীদেবীরা বুঝতে পারেননি, বামগুরুর বিপথগামী কমরেডদের ভোট পেয়ে জিতে যাবেন অর্জুন |
দিদি অবশ্য তাঁর ভাই অর্জুনকে বারাকপুর কর্পোরশনের মেয়র করতে চেয়েছিলেন |। তাঁকে এও বলা হয়েছিল, লোকসভা নির্বাচনের পর রাজ্য মন্ত্রীসভায় নেওয়া হবে তাঁকে ।
কিন্ত, অর্জুন চাইলেন বারাকপুর লোকসভার টিকিট | 2004 – এ দিদি ব্যারাকপুরে ভাই অর্জুনকে টিকিট দিয়েছিলেন | কিন্ত, তড়িৎ তোপদারের বাহিনীর সঙ্গে এঁটে উঠতে পারেননি তিনি | দিদি তাই 2009 এবং 2014 – তে দীনেশ ত্রিবেদীকে ব্যারাকপুরে দাঁড় করালেন আর জ্যাকপট পেলেন | তাই ব্যারাকপুরে আর অর্জুনকে দাঁড় করিয়ে ঝুঁকি নিতে চাননি তিনি |আবার অন্য এক গভীর গোপন কারণও ছিল |দিদির কাছে নাকি খবর ছিল, ভাই অর্জুনের সঙ্গে তড়িৎ এবং সিপিএমের ভাবভালোবাসাঘরোয়া সম্পর্ক আছে |
সেই সম্পর্কের ব্যাস এবং ব্যাসার্ধের যোগফলে আগে থেকেই তৈরি করে রাখা চিত্রনাট্য অনুসরণ করে অর্জুন মার খেয়েও জিতে গেলেন | কিন্তু, জেতার পরে বুঝলেন পশ্চিম বাংলায় মন্ত্রীওয়ালা এমপি -দেরই কদর বেশী | সেই জায়গায় দাঁড়িয়ে “মুকুটহীন রাজার “কোনও দাম নেই বললেই চলে।
অর্জুন বুঝলেন, এমএলএ আর এমপির মধ্যে কোন পার্থক্যই নেই | আর নম্বর বাড়ানোর খেলায় নেমে পড়লেন তিনি | তাঁর আত্মীয় এক পুলিশ অফিসার বারাকপুর পুলিশে পোস্টিং পেলেন | আর নতুন চিত্রনাট্য লেখা শুরু হলো |
কিন্ত, এখন অর্জুন বুঝতে পারছেন, লাভ নেই | নম্বর বাড়লেও রাজ্য কমিটির গুরুত্বহীন সহসভাপতির পদ ছাড়া আর কিছুই তাঁর কপালে জুটবে না |
তাহলে এত লড়াই কেন ? মহাভারতের যুদ্ধে অর্জুনের খুব নাম হয়েছিল, কিন্তু হস্তিনাপুরের রাজা হয়েছিলেন যুধিষ্টির। অর্জুন এক সময় তৃণমূলকে ক্ষমতায় আনার জন্য লড়েছিলেন |কিন্ত, দল তাঁকে মন্ত্রী করেনি | বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসলেও অর্জুনকে মন্ত্রী করা হবে না, এই সারসত্য কি এখনও বোঝেননি অর্জুন? আর ” মুকুটহীন সম্রাট ” মানে মন্ত্রিত্ব ( কেন্দ্রে বা রাজ্যে ) ছাড়া এমএলএ বা এমপি হলেও প্রশাসন তাঁকে স্যালুট ঠুকবে না | তাঁর গাড়ি থেকে নামিয়ে নেবে তাঁর সঙ্গীকে | তাহলে বাংলার রাজনীতিতে অর্জুনের কি হবে?
আবার বলতে হয়, যে মাইন্ড সেটআপ বাংলার মানুষের হয়ে গেছে তা বলে, মন্ত্রিত্ব ছাড়া এমপির কোনো মূল্য নেই। তাই বাহুবলি রাজার যদি মুকুটই না থাকে, তাহলে কিসের রাজা , আর কিসের রাজত্ব, আর কিসের রোয়াব !
অর্জুনবাবু কি বলেন?