কাঁচরাপাড়া রেল : করোনা সংক্ৰমণ বাড়ায় কারখানা বন্ধের নির্দেশ

172

পাশাপাশি কাজ করতে হয় | দু ‘ গজ দূরত্ব থাকে না | তাই করোনা সংক্ৰমণ বেড়েই চলেছে কাঁচরাপাড়া রেলে | অসমর্থিত সূত্রের খবর, 19 জন রেলকর্মী হাসপাতালে চিকিৎসাধীন | একশো শতাংশ কর্মী নিয়ে তাও কাঁচরাপাড়া রেল চালু ছিল | মেন্স ইউনিয়ন হুমকি দিয়েছিল, কর্মী সংখ্যা কমিয়ে কারখানা চালু রাখা হোক | তা না করে 23 জুলাই, 25 জুলাই এবং 29 জুলাই কারখানা বন্ধের নির্দেশ দিয়েছেন কাঁচরাপাড়া তেলের ডেপুটি পার্সোনাল অফিসার এ কে রায় |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten + fourteen =