কলকাতাজেলারাজ্য বিজপুর : কাঁপা – মাঝিপাড়াতেও 27 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত লকডাউন July 25, 2020 96 FacebookTwitterWhatsApp বিজপুর থানার অধীন কাঁপা – চাকলা এবং মাঝিপাড়া – পলাশী পঞ্চায়েতেও 27 জুলাই থেকে 1 আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষিত হতে চলেছে | এর ফলে স্থানীয় স্তরে জেটিয়া – সহ সমস্ত বিজপুর এবং নৈহাটি থানা অঞ্চল 27 জুলাই থেকে 1 আগস্ট লকডাউনের আওতায় চলে আসবে |