গতকাল 25 জুলাই বিকেল তিনটে নাগাদ কাঁচরাপাড়ার ইন্ডিয়ান গার্লস স্কুলের সামনে এক সাইকেল আরোহীকে থামিয়ে মোবাইল এবং টাকা ছিনতাই করে নিয়ে পালায় কিছু যুবক | এখানে রয়েছে জোড়া বাম্পার | তাই স্বাভাবিক ভাবেই এখানে সাইকেল বা মোটরসাইকেল আস্তে করতে হয় | সেই সুযোগকেই কাজে লাগিয়েছে ছিনতাইকারীরা | গত সাতদিন আগে কাঁপা মোড়ের কাছে কাঁপাগামী রাস্তায় এক মোটরসাইকেল আরোহীর 3500 টাকা ছিনতাই হয় |
ইন্ডিয়ান গার্লসের সামনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি অচল | লকডাউনের দিন গুলিতে শুনশান এই অঞ্চলে রাতে আলোও বেশী থাকে না | তাই সাবধান |