বিজপুর : ইন্ডিয়ান গার্লস স্কুলের সামনে সাবধান, ছিনতাই

386

গতকাল  25 জুলাই বিকেল তিনটে নাগাদ কাঁচরাপাড়ার ইন্ডিয়ান গার্লস স্কুলের সামনে এক সাইকেল আরোহীকে থামিয়ে মোবাইল এবং টাকা ছিনতাই করে নিয়ে পালায় কিছু যুবক | এখানে রয়েছে জোড়া বাম্পার | তাই স্বাভাবিক ভাবেই এখানে সাইকেল বা মোটরসাইকেল আস্তে করতে হয় | সেই সুযোগকেই কাজে লাগিয়েছে ছিনতাইকারীরা | গত সাতদিন আগে কাঁপা মোড়ের কাছে কাঁপাগামী রাস্তায় এক মোটরসাইকেল আরোহীর 3500 টাকা ছিনতাই হয় |

ইন্ডিয়ান গার্লসের সামনে সিসিটিভি ক্যামেরা থাকলেও সেটি অচল | লকডাউনের দিন গুলিতে শুনশান এই অঞ্চলে রাতে আলোও বেশী থাকে না | তাই সাবধান |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seven − 7 =