বিজপুর : হালিসহর লোকসংস্কৃতি ভবনে যুবশক্তির সভায় শুধুই তৃণমূল যুবরা

358

তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল যুব কংগ্রেসের মধ্যেই সম্ভবত নিজস্ব একটি কোর গ্রুপ তৈরি করতে চাইছেন | এই কোর গ্রুপকে তিনি সংগঠনের উর্ধ্বে উঠে কাজ করার জন্য নির্দেশ দিয়েছেন | নাম দিয়েছেন যুবশক্তি | আজ হালিসহর লোকসংস্কৃতি ভবনে   এক সভায় যুবশক্তির উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বক্তব্য রাখেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী | তিনি বলেন, দলের ঊর্ধ্বে উঠে কাজ করবে যুবশক্তি | সাধারণ মানুষও যুবশক্তির সদস্য হতে পারেন |তবে এই সভায় সাধারণ কোন যুবক – যুবতীকে দেখা যায়নি |এই সভা নিয়ে প্রকাশ্যে কোন প্রচারও করা হয়নি |

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × two =