সিপিএম আসলে কামাই বন্ধ হয়ে যাবে, বলছে বেহিসেবি কামাইবাজরা

167

প্যান্ট হলুদ হয়ে যাওয়া পুঁচকে  ” সাংবাদিক ” 500 – 2000 – এর নোট থুতু দিয়ে গুনতে গুনতে সিনিয়রকে বলছে — ” যা কামাই এখনই করে নিতে হবে, সিপিএম আসলে সব বন্ধ | ”

একদা সিপিএম এখন তৃণমূল বুদ্ধিজীবী বান্ধবীকে বলছে — ” সিপিএম আসলে হপ্তায় হপ্তায় সোনাগাছি কিংবা  দুবাই –  ব্যাংকক যাওয়া নট | যা মস্তি এখনই করে নিতে হবে |ভোগের একেবারে লাস্ট ড্রপটা চেটেপুটে নিতে হবে | ”

 

পৌরসভার ঠিকেদার বলছে, ” কামাইয়ের আর সুযোগ পাওয়া যাবে না | ফুল ফুটিয়ে লক্ষ লক্ষ টাকা কামাইয়ের দিন শেষ | সিপিএম আসলে লোটাকম্বল গুছিয়ে কামাইকে গুড বাই জানাতে হবে | ”

জমির দালাল – প্রোমোটার বলছে — ” করোনা সব শেষ করে দিল | সিপিএম ঘুরে দাঁড়ালে আমাদের ঘোরাঘুরির দফারফা হবে | এখনও সময় আছে, যা কামাই তা এখনই করে নিতে হবে | বেশি দামে মাটি বিক্রি করতে হবে এখনই | ”

সিপিএম আমলের কামাই – শিরোমণি তৃণমূলে ভিড়ে – যাওয়া শাগরেদকে বলছে — ” দল ক্ষমতায় আসলে কিন্তু কামাইসাম্রাজ্য – এর পতন শুরু হয়ে যাবে | তাই ঐতিহাসিক ভুল না -করে কুল থেকে কামাই চালিয়ে যা | আর ক ‘ টা পুকুর ভরাট করে ফেল | বিল – নদীর বারোটা বাজিয়ে দে | ”

তৃণমূলের যুবনেতা আর এক যুবনেতাকে বলছে —– ” ভাইজাগে 75 লাখি পেন্ট হাউজ কিনে রেখেছি | সিপিএম আসলে মা – মাটি মানুষকে ঢপ দিয়ে কামাইবাজি বন্ধ হয়ে যাবে | তখন ভাইজাগে সেটল করব | ”

তৃণমূলের প্রাক্তন যুবনেতা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বর্তমান যুবনেতার উদ্দেশে স্বগতোক্তি করছে — ” আমি তিনটে ফ্ল্যাট, চারটে দোকান আর দু কোটি ক্যাশ কামিয়েছি | দেখি তুই কি করিস | সিপিএম আসলে কিন্তু কামাইয়ের দিন শেষ | ”

তৃণমূলের শহর কমিটির সভাপতি ডানহাতকে বলছে — ” সবাই ভাবছে আমি খারাপ আছি | কিন্তু, আমি প্রচুর কামিয়েছি | আমি ভালো আছি | সিপিএম আসলে কামাইবাজি খতম হয়ে যাবে |কামাইয়ের দারুণ আঁশটে গন্ধ আর নাকে এসে ঝাপটা মারবে না | ”

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + three =