কাঁচরাপাড়া : ” দুর্নীতির আখড়া ” হার্নেট ইংলিশ মিডিয়াম থেকে পদত্যাগ করলেন অলোকময় লাহিড়ি

312

” দুর্নীতির আখড়া ” কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের পরিচালন সমিতি থেকে পদত্যাগ করলেন কাঁচরাপাড়া পৌরসভার বিদায়ী তৃণমূল কাউন্সিলর অলোকময় লাহিড়ি | ঘনিষ্ঠজনদের বললেন, ওইসব বাজে কাজে থাকতে চাইছি না, তাই সরে এলাম | প্রসঙ্গত, অভিযোগ উঠেছে, বিল্ডিং দরকার না- থাকলেও বর্তমান তৃণমূল- পরিচালিত সমিতি প্রিন্সিপ্যালের আপত্তি অগ্রাহ্য করে বিল্ডিং করতে চাইছে | অযোগ্য-মূর্খরা সমিতিতে ঢুকে টাকা নয়ছয় করতে চাইছে | প্রিন্সিপ্যাল শ্যমলকুমার ব্যানার্জি এর প্রতিবাদে মুখ্যমন্ত্রীকে পর্যন্ত চিঠি লিখে সবকিছু জানিয়েছেন | এরপরই প্রিন্সিপালকে সরিয়ে নতুন প্রিন্সিপাল আনার তোড়জোড় শুরু করেছে তৃণমূল পরিচালিত সমিতি | এমনকি, এই স্কুলে কর্মরত তৃণমূলেরই অন্য গোষ্ঠীর কর্মীদের কোণঠাসা করার চেষ্টা চালাচ্ছে সমিতি, এমন অভিযোগও পাওয়া যাচ্ছে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + sixteen =