কাঁচরাপাড়া পৌরসভা : ” ৮০০ টাকা পেতে জুতোর শুকতলা ক্ষয়ে যাচ্ছে “

161

মেয়াদ- ফুরনো পৌরসভা গুলিতে প্রশাসক বসিয়েছে রাজ্য সরকার | সেই প্রশাসকদের বিরুদ্ধে কোথাও কোথাও দুর্নীতির অভিযোগ উঠেছে | এইজন্য ২ সেপ্টেম্বর রাজ্য সরকার ফতোয়া জারি করে বলেছে — এখন থেকে প্রশাসক নন, চেকে সই করবেন এগজিকিউটিভ অফিসার ( ইও ) এবং ফিনান্স অফিসার | এই নির্দেশ জারি হওয়ার পর থেকেই কাঁচরাপাড়া পৌরসভার ইও ৮০০ টাকার চেকে সই করতে চাইছেন না | স্টোরের সাপ্লায়ার বলছেন, ” ২ সেপ্টেম্বরের অনেক আগে থেকেই ইও ৭০০ ৮০০ টাকার বিলে সই করছেন না | এই সামান্য টাকার জন্য বারবার পৌরসভায় যেতে হচ্ছে | জুতোর শুকতলা ক্ষয়ে গেলেও টাকা পাচ্ছি না | ” অন্য দিকে এক প্রশাসক বলছেন —- ছোটখাটো কাজও আটকে দিচ্ছেন ইও | এভাবে চললে পৌরসভার জরুরী পরিষেবা ভেঙে পড়বে |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =