কত কোটি টাকার মালিক শুভ্রাংশু? ১০০কোটি না ১৫০ কোটি? নাকি?

191

আপনার মেয়েকে ফাইভ স্টার কলেজে  ভর্তি করে দেব,  নাইনটি পারসেন্ট পেয়ে যাবে | মদনপুরের ঐ কলেজের নাম বিদ্যাসাগর বি- এড কলেজ | মালিক কে জানেন তো? মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায় |

দালাল এই কথা বললেও  পাঁচ তলা ঐ কলেজের মালিক কাগজে- কলমে হয়তো কোন ট্রাস্টি বোর্ড |

কলেজটির বর্তমান বাজারদর লোকে বলে,  প্রায়  ১০ কোটি টাকা |

রানাঘাট স্টেশনের লেভেল ক্রসিং সংলগ্ন অঞ্চলে একটি নার্সিং হোমকে কেন্দ্র করে বাজার বসে | এমনকি বাস স্ট্যান্ডও এখন হয়েছে | বিরাট এই নার্সিং হোমে দূর- দূরান্ত থেকে রোগীরা আসেন | সম্পত্তি নিয়ে ঘাঁটাঘাঁটি করা ওয়াকিবহাল মানুষেরা বলেন,এই হোমটির মালিক বিজ্পুরের বিধায়ক |

জাগুলির মোহনপুরে রাস্তার পাশেই  রয়েছে অক্টেভ আই কেয়ার | অক্টেভের ডাক্তার- স্টাফেরা শুভ্রাংশু- সহধর্মীনী শর্মিষ্ঠাদেবীর জন্মদিনে কেক কাটেন, পার্টি হয়,সেই ছবি ভাইরাল হয় | অবশ্য শুধু জন্মদিন নয়, উপলক্ষ তৈরি করে মাঝে- মধ্যেই পার্টি হয় অক্টেভ আইকেয়ারে | সফেদ সুস্বাদু খাবারের ছবি দেখে পাবলিক পাটিগণিত করে আর বলে– ১৫ কোটি |

দুটি গাড়ি চড়েন শুভ্রাংশু | দুটি গাড়ির দাম প্রায় ৬০ লক্ষ | আছে আরও দুটি স্করপিও | বর্তমান মূল্য মিনিমাম ১৫ লক্ষ   | হয়তো দেখা যাবে,ঐ গাড়ি গুলির মালিকও শুভ্রাংশু নন |

কাঁচরাপাড়া,হালিশহর ও কল্যাণীর সংযোগস্থল বাগমোড়ের কাছেই  রাস্তার পাশে অক্টেভ ডায়গস্টিক সেন্টার | বেশ নামী ডাক্তারেরা এখানে বসেন | অত্যাধুনিক যন্ত্রপাতিও রয়েছে এই সেন্টারে | এই সেন্টারের সঙ্গে শুভ্রাংশুর নাড়ির বন্ধন থাকলেও নিশ্চিত এর মালিকও শুভ্রাংশুবাবু নন | এই সেন্টারের দাম এখন কত হবে | মেরেকেটে ১০ কোটি হবে না ?

কল্যাণী এক্সপ্রেসওয়ে ঘেঁষে পেট্রোল পাম্পের পাশে তৈরি হচ্ছে বিশাল এক বিল্ডিং  | জেএনএমএসের স্কুলবাড়ি | জেএনএমএস | যুগলনাথ মেমোরিয়াল সোসাইটি | যুগলনাথ রায়ের স্মরণে সোসাইটি | যুগলনাথ রায় হলেন শুভ্রাংশুবাবুর দাদু | কিন্ত,দেখা যাবে এই ১০-১৫ কোটি টাকার বাড়ির মালিকও তিনি নন |

শুভ্রাংশুবাবুর একটি ফ্ল্যাট রয়েছে বাগমোড়ে | তার দাম নয় নয় করে ২৫ লক্ষ তো হবেই | হয়তো দেখা যাবে এই সম্পত্তির মালিকও মুকুল রায়ের ছেলে নন |

কাঁচরাপাড়ার নেতাজি সুভাষ পথে রয়েছে জেএনএমএস একাডেমী | বাংলা-ইংরেজি দুই মাধ্যমেই পাঠ দেওয়া হয় এখানে | সুদৃশ্য স্কুলভবন | এর মূল্য ৫ কোটি তো হবে | এই স্কুলে নিয়োগ- পরিচালন শুভ্রাংশুবাবু নিয়ন্ত্রণ করলেও দেখা যাবে এর মালিকও তিনি নন |

কাঁচরাপাড়ার ঘটক রোডে রয়েছে জেএনএমএস পরিচালিত কমপিউটার শিক্ষণ কেন্দ্র | এই কমপিউটার ভবনটির মালিকও হয়তো বিজ্পুরের বিধায়ক নন |

প্রকাশ্য মঞ্চে এইজ্ন্যই তিনি  বলতে পারেন — আমার ব্যাঙ্ক একাউন্টের নম্বর বলে দিচ্ছি, দেখে নিতে পারেন কি আছে | তৃণমূল ছাড়ার পরে বোধহয় এই কারণেই বর্তমান রাজ্য সরকার তাঁকে বিপদে ফেলতে পারেনি | তাহলে প্রশ্ন,এই ১০০ থেকে ১৫০ কোটি টাকার মালিক কে? জে এন এম এস থেকে যার শুরু | তারপর ডায়গনসটিক সেন্টার | কলেজ | নার্সিং হোম | কান পাতলে শোনা যায় আর আরও কত কোটি কোটি টাকার কিসস্যা | হিসেবে ১০০ থেকে ছাড়িয়ে 200 – র কাছাকাছি | আর এই সবই গত ৯ – ১০ বছরের তৃণমূল জমানায় | অবশ্য এখন শুভ্রাংশুবাবু বিজেপিতে |

তবে কাগজ- কলম যাই বলুক, বিজ্পুরের মানুষ কী বলছেন,সে খবর কী শুভ্রাংশুবাবু রাখেন?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

11 − nine =