নৈহাটি : গ্রামের তৃণমূল নেতাদের গন্ধ দিয়ে যায় চেনা

124

নৈহাটির গ্রামের তৃণমূল নেতাদের এখন গন্ধ দিয়ে যায় চেনা | যে নেতারা মথুরা বিলের মাটি-মাছ বিক্রি করে কামায,তাদের গা থেকে মাছের আঁশটে গন্ধ বেরোয় | যে নেতারা জমিহাঙর হয়ে উঠেছে,তাদের গা থেকে রামপাঁঠার বিটকেল গন্ধ পাওয়া যায় |যে নেতারা মেযেবাজ,তাদের গা থেকে উগ্র সেন্টের গন্ধ বেরোয় |যে নেতারা এখন বড়ো প্রোমোটার,তারা গজরা পরে ঘুরে বেড়ায় | যে নেতারা বার ও বারবালা ব্যবসায় ব্যস্ত,তাদের গায়ের গন্ধ পচা গোবরের মতো |
যে নেতারা নেতা,আবার বড়ো ব্যবসায়ী,তাদের মুখ থেকে পুরনো পেতলের বাসনের গন্ধের মতো গন্ধ বেরোয় |যে নেতারা চাকরি করে , আবার তৃণমূলে ঢুকে বড়ো বড়ো দাঁও মারে,তারা কচুরীপানায় ভর্তি মজে-যাওয়া ডোবার গন্ধ নিয়ে ঘোরে | যে বুদ্ধিজীবী তৃণমূল নেতারা কামাইযের গন্ধ পেয়ে বিড়ালের মতো বড়ো নেতার সামনে বসে পড়ে ল্যাজের পতাকা তুলে দিয়ে মিয়াও মিয়াও করে,তাদের গা থেকে অনেক দিন ধরে কাঁচের শিশিতে রেখে দেওয়া ঝাল লজেন্সের গন্ধ পাওয়া যায় | যে নেতারা ভিতরে ভিতরে অর্জুন সিং-এর সঙ্গে মাখামাখি করে,পাঁকের গন্ধে ভুরভুর করে তাদের গা |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =