আজকের সাংবাদিক সম্মেলন বাতিল করলেন শুভ্রাংশু

118

আজ সকাল ১০- টায় সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় । গতকাল দুপুরে এই সাংবাদিক সম্মেলনের কথা জানানো হয়েছিল । গতকাল রাত ১১টা ৪৫ নাগাদ এই সম্মেলন বাতিলের কথা জানিয়ে দেওয়া
হয় ।
প্রসঙ্গত, গতকাল বেলা ১২- টা নাগাদ শুভ্রাংশু তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করে যেন তাঁর অনুগামীদের কাছে জানতে চান—- রাজনীতি থেকে স্বেচ্ছা অবসর নিলে কেমন হয়?
এরপরই জানানো হয় আজকের সাংবাদিক সম্মেলনের কথা ।
এই পোস্ট এবং সাংবাদিক সম্মেলন রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন ফেলে দেয় ।
শুভ্রাংশুর সিংহভাগ অনুগামী লেখেন— তিনি রাজনীতি ছাড়লে বিজপুরের ক্ষতি হয়ে যাবে ।
তাঁর বিরোধীরা তাঁকে কটাক্ষ করে লেখেন— বলেছিলেন যে বদলা নেবেন! এখন পালাচ্ছেন কেন?
আর একদল লেখেন— বিজেপির সভায় তাঁকে ডাকা হচ্ছে না,স্থানীয় বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব হলেই তাঁর দিকে আঙুল তোলা হচ্ছে, আর যতটা সম্মান বিজেপির কাছে পাবেন ভেবেছিলেন,তা পাচ্ছেন না বলেই রাজনীতি ছাড়ার ইচ্ছে প্রকাশ করেছেন শুভ্রাংশু ।
যাই হোক সাংবদিক সম্মেলন বাতিল হওয়ায় সমস্ত জল্পনার পরিসমাপ্তি ঘটল ।
রাজনৈতিক মহলের অনুমান, বিজেপি নেতাদের দৌত্য সফল হয়েছে । ক্ষুব্ধ শুভ্রাংশু দলের নেতাদের সঙ্গে বসতে চেয়েছেন বলেই সাংবাদিক সম্মেলন বাতিল করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × three =