দিশি মদের দাম কমল । কাল পর্যন্ত ৬০০ মিলিলিটার দিশি মদের বোতলের দাম ছিল ১১০ টাকা । আজ থেকে দাম ১০০ টাকা ।
আজকের খবর, ২০ টাকা দামের দিশি মদের পাউচ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । এখন এক গ্লাস অবৈধ চোলাই মদের দাম ২০ টাকা ।
২০ টাকায় দিশি মদের পাউচ রাজ্য সরকার বিক্রি করলে সম্ভবত চোলাইয়ের রমরমা ঠেকানো যাবে ।
অন্য দিকে পুজোর আগেই দাম কমেছিল বিয়ারের ।
প্রসঙ্গত, আজ কমানো হয়েছে বিদেশ থেকে আমদানিকৃত কিছু বিলিতি মদের দামও ।