ডিউ ৬৮২১ টাকা । বিলে প্রতারণা করে নেওয়া হচ্ছে ৯১০৪ টাকা! এই কুকীর্তির নায়ক কাঁচরাপাড়া বাগমোড়ের খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ।
কাঁচরাপাড়া রেলের এক কর্মী ১৯ অক্টোবর খোসলা থেকে আইএফবি কোম্পানির একটি মাইক্রোআভেন কেনেন । জিএসটি ও অন্যান্য সব ধরে মোট দাম দাঁড়ায় ১০, ৫০০ টাকা । ঐ কর্মী এ দিনই ৩৪৩২ টাকা জমা করেন । আর ” DBD ” বাবদ বাদ যায় ২৪৭ টাকা । ফলে তাঁর ডিউ বা বকেয়া থাকে ৬৮২১ টাকা । যে টাকা ৮- টি কিস্তিতে পরিশোধ করার কথা ঐ কর্মীর ।
ডেলিভারি চালানে লেখা হয় ১১৩৮ × ৮ = ৯১০৪ টাকা । নেওয়ার কথা ৬৮২১ টাকা । এক বছরের অতিরিক্ত ” warranty ” র উল্লেখ বিলে রয়েছে । কিন্তু তার মূল্য কতো তা চালানে লেখা নেই । ধরে নেওয়া হল ১০ শতাংশ । মানে ১ হাজার টাকার কিছু বেশী ।
তাহলেও বকেয়া ৯১০৪ টাকা হয় না ।
মাইক্রোআভেন কেনার দিনে এই দিকে নজর পড়েনি ঐ কর্মীর । কিন্তু, দিন কয়েক পড়ে খোসলার এই জালিয়াতি তাঁর চোখে পড়ে । তিনি তাঁর “প্রিয় ” দোকানে ছুটে যান । যে দোকান থেকে তিনি এর আগে প্রায় দেড় লক্ষ টাকার মাল কিনেছেন ।
তিনি জানাচ্ছেন, ” ম্যানেজারবাবুকে বলতেই তিনি একটি ছেলেকে ডেকে পাঠান । ছেলেটিকে তিনি বলেন— অতিরিক্ত ১ বছরের ” warranty ” তো ওনার ছিলই । আবার তা চালানে লিখেছ কেন? ”
ছেলেটি ম্যানেজারকে বলে, ” আপনি জানেন না,এক বছরের অতিরিক্ত ‘ warranty ‘ আর নেই । এ জন্যই ২২৮৩ টাকা বেশী নেওয়া হচ্ছে ।
ঐ কর্মী বলেন , ” এই টাকার পরিমান তো বিলে লেখা নেই । আমাকে এ জন্য আলাদা বিলও দেওয়া হয়নি । আমাকে তো এ জন্য অতিরিক্ত টাকা লাগবে বলা হয়নি । আলাদা বিলও দেওয়া হয়নি । এ তো চিটিং! ”