বিজপুর : নেতাহীন- হতাশ বিজেপি কর্মীরা চাইছেন সুদীপ্তকে

984

বিজপুরের বিধায়ক শুভ্রাংশু রায় বিজেপিতে । বিজপুরের ভূমিপুত্র মুকুল রায় বিজেপির অন্যতম সর্বভারতীয়
সহ- সভাপতি । বারাকপুর লোকসভার সাংসদও বিজেপির অর্জুন সিং । লোকসভা নির্বাচনের ফল বেরনোর পরের ঘটনাবলিও বলছে, কাঁচরাপাড়া- হালিশহর- ভাটপাড়া- নৈহাটি পৌরসভাতেও বিজেপির বর্ণচোরেরা স্বমহিমায় আসীন ।
এর পরেও কেউ যদি বলেন, বিজপুরে বিজেপির কোন নেতা নেই , ভালো বক্তা নেই,বিজপুর বিজেপির সঙ্গে মানুষের যোগাযোগ নেই , নানান বিচ্ছিন্ন দ্বীপ নিয়ে , স্বঘোষিত গাঁয়ে মানে না আপনি মোড়লদের মতো ছোট ছোট নামহীন নেতাদের নিয়ে লক্ষ্যহীন দিশাহীন ভাবে চলছে বিজপুর বিজেপি , রাজনীতির কারবারীরা বিশ্বাস করবেন না ।
বিশ্বাস করবেন না , এই বিজপুরে বিজেপি এতো দুর্বল যে সামনের বিধানসভা নির্বাচনে সব বুথে এজেন্টই দিতে পারবে
না । বিজেপিতে দেহ থাকলেও বিজপুর বিজেপিতে তো নয়ই,বিজপুরেই মন নেই বিধায়ক শুভ্রাংশুর । চাকদা বা হরিণঘাটাতেই যেন উড়ে বেড়াচ্ছে তাঁর মন ।
সামনেই বিধানসভা নির্বাচন । তার আগে ডিসেম্বরে হতে পারে পৌরসভা নির্বাচন ।
এই নির্বাচনে কে ধরবে বিজপুর বিজেপির হাল?
সামনে চলে আসছে দুটি নাম– রাজা দত্ত ও সুদীপ্ত দাস । রাজা এলাকায় থাকলেও কিছু করতে পারছেন না । একটি খুনে অভিযুক্ত সুদীপ্ত এলাকার বাইরে ।
তবুও বিজেপি কর্মীরা চাইছেন সুদীপ্তকেই । কারণ তাঁর সাংগঠনিক শক্তি । তাঁর লড়াকু মনোভাব ।
সুদীপ্ত এখন বাইরে । বিজপুর বিজেপিও তাই এখন রাজনৈতিক লড়াইয়ে নেই । বিজেপি রয়েছে মাঠের বাইরে । মাঠে খেলছে এখন তৃণমূল, সিপিএম আর একটু একটু কংগ্রেসও ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × one =