আজ নন্দীগ্রামে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির সভায় রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী ” ভারতমাতা জিন্দাবাদ ” শ্লোগান তুলে বক্তব্য শেষ করলেন । আর রাজনৈতিক বিশ্লেষকরা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ফেললেন, যাক জল্পনার অবসান ঘটল । নন্দীগ্রামে ” রক্তাক্ত সূর্যোদয়ের ” ১৩ তম বার্ষিকী উদযাপনের পবিত্র মঞ্চে নিজের পরবর্তী রাজনৈতিক পদক্ষেপের কথা ঘোষণা করবেন না বললেও ” ভারতমাতা জিন্দাবাদ ” শ্লোগান তুলে শুভেন্দুবাবু বুঝিয়ে দিলেন আগামী দিনে বিজেপিতেই তিনি ” স্বচ্ছন্দ বোধ ” করবেন । কারণ তৃণমূলে তিনি ” হোঁচট ” খাচ্ছেন । তৃণমূলে তাঁর পথ ” গর্তে ভরা ” । আজকের এই সভায় তৃণমূলের পতাকা বা মমতা ব্যানার্জির কোন ছবি ছিল না । নেত্রীর নাম একবারও মুখে আনেননি শুভেন্দু ।
অন্য দিকে আজ বিকেলেই তৃণমূল কংগ্রেস আয়োজিত নন্দীগ্রামের সভায় বক্তব্য রাখবেন ফিরহাদ হাকিম । এই সভা সম্পর্কে শুভেন্দুর তির্যক মন্তব্য— এখন নন্দীগ্রামের কথা মনে পড়েছে । ভোটার আগে আসলে ভোটের পরেও আসতে হবে ।